আসন্ন নির্বাচন ‘মব কালচারে’ পরিণত হওয়ার আশঙ্কা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের

সবার জন্য সমান সুযোগ এবং কার্যকর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না হলে আসন্ন জাতীয় নির্বাচন ‘মব কালচারে’ পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।

শনিবার (১৩ ডিসেম্বর) তফসিল ও নির্বাচন সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জোটটির নেতা ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এসময় আনির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেন, নিরাপত্তার ঘাটতির কারণেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার মতো ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দেশের আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বর্তমান বাস্তবতায় প্রার্থী ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার ও নির্বাচন কমিশনকে অবশ্যই সব প্রার্থী এবং রাজনৈতিক দলের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি—জেপির নেতৃত্বে ছয়টি নিবন্ধিত দলসহ মোট ১৮টি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ নামে নতুন একটি জোট আত্মপ্রকাশ করেছে।