নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পিত নিরাপত্তার কারণে ইংল্যান্ড ক্রিকেটদলের কোন ধরনের সমস্যাও হবে না।
বিশ্ব অ্যালঝেইমার দিবস উপলক্ষে বুধবার রাবজধানীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে এক আলোচনা সভায় বক্তৃতা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের জনপ্রিয় খেলা ক্রিকেট। এর মাধ্যমে পরিচিতি বেড়েছে। শুধু ছেলেরা নয় আমাদের মেয়েরাও ভাল করছে। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। কেননা, এর আগেও বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট হয়েছে এদেশে। কিভাবে নিরাপত্তা দিতে হবে তা আমাদের জানা আছে।’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তার বিষয় নিয়ে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। ইংল্যান্ড দলের আগমন, হোটেল-মাঠ, একই সঙ্গে তারা যেসব স্থানে যাতায়াত করবেন সেখানে পুলিশ ও র্যাবের সার্বক্ষণিক পাহারা থাকবে। এই সময় কি ধরনের নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে তার পরিকল্পনা করা হয়েছে।’
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামি ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের।