আসাদুজ্জামান খানের বাসায় হামলা-ভাঙচুর

রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসা ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। সোমবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রের খবর, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান যখন ঘোষণা করেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তার কিছুক্ষণ পরই ক্ষুব্ধ জনতা আসাদুজ্জামানের বাড়িতে হামলা চালায়।

ফটক ভেঙে হাজারও আন্দোলনকারী তার বাসায় ঢুকে পড়েন। এসময় তার বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।