
আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি সরকার বলছে, ৪ এপ্রিলে ইদলিবের কাছে খান শেখুনের রাসায়নিক হামলা যে সিরীয় সরকারই চালিয়েছে, তাদের কাছে তার বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী জাঁ-মার্ক আয়রো জানান, বিদ্রোহীনিয়ন্ত্রিত গ্রামটি থেকে সংগৃহীত নমুনার রাসায়নিক বিশ্লেষণে সিরীয় সরকারের ‘নিজস্ব ছাপ’ স্পষ্ট প্রতীয়মান হয়েছে।
ফ্রান্সের প্রতিরক্ষা প্রধানদের সঙ্গে এক বৈঠকে ওই হামলার তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পর সাংবাদিকদের আয়রো বলেন, হামলায় ব্যবহৃত সারিন গ্যাস যেভাবে উৎপাদন করা হয়েছে, তাতে ক্ষমতাসীন সিরীয় সরকারের সংশ্লিষ্টতা নিয়ে আর কোন দ্বিধা নেই।
তিনি বলেন, তাদের সন্দেহ ওই হামলায় হেক্সামিন ব্যবহৃত হয়েছে। ২৯ এপ্রিল ২০১৩ সালে উত্তর-পশ্চিম সিরিয়ার সারাকেবের রাসায়নিক হামলায়ও একই উপাদান ব্যবহৃত হয়। ফলে দুই হামলার মধ্যে সংযোগ স্পষ্ট – বলেন আয়রো।
আয়রো বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে ফ্রান্স নিশ্চিত করেছে যে, হামলায় ব্যবহৃত সারিন গ্যাস যে প্রক্রিয়ায় উৎপাদন করা হয়েছে, তা সাধারণত সিরিয়ার সরকারি গবেষণাগারে ব্যবহৃত হয়।
তিনি আরো দাবি করেন, ফরাসি গোয়েন্দা সংস্থা প্রমাণ করেছে, শুধু সিরীয় সরকারের বোমাবাহী বিমানের পক্ষেই সারিয়াত বিমান ঘাঁটি থেকে ওই হামলা চালানো সম্ভব। তিনি জানান, শুধু সরকারের বিমান বাহিনীরই এই সক্ষমতা ছিল।
রাশিয়া অবশ্য এই প্রতিবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেছে। তাদের দাবি, শুধু সংগৃহীত নমুনা বা নার্ভ এজেন্টের ব্যবহার থেকে যথেষ্ট প্রমাণ পাওয়া সম্ভব নয়।
মস্কোতে ক্রেমলিন মুখপাত্র দমিত্রি পেশকভ বলেন, এ ব্যাপারে তাদের অবস্থান বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তাদের মতে, শুধু নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দিয়েই প্রকৃত সত্য উদঘাটন করা সম্ভব।
যুক্তরাষ্ট্র নিজেও খান শেখুন হামলার জন্য বাশার আল-আসাদের সরকারকেই দোষারোপ করেছে। হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প সারিয়াত বিমান ঘাঁটিতে দূর নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হামলা চালান। পাশাপাশি ২৭১ জন সিরীয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এরা সবাই সিরিয়ার নিষিদ্ধ অস্ত্র নির্মাণকারী সংস্থার সঙ্গে যুক্ত।
সিরিয়া অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। আসাদ বারবার দাবি করেছেন, তার সেনারা কোনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি। রাসায়নিক হামলার তথ্যপ্রমাণ বানোয়াট বলে দাবি করেছেন তিনি।
তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন