আসামিদের জামিন বাতিলে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে পানির পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ছয় আসামির জামিন কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান ২৬ অক্টোবরের মধ্যে লিখিতভাবে এর জবাব দেওয়ার নির্দেশ দেন।

এ মামলায় গত ২০ অক্টোবর সাক্ষ্য দিতে আদালতে পাঁচ সাক্ষী হাজির হন। এদের মধ্যে দুজন সাক্ষ্য দিলেও তিন জন সাক্ষ্য না দিয়ে কাউকে না জানিয়ে চলে যান।

এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি শওকত আলম আদালতে একটি দরখাস্ত দিয়ে বলেন, আসামিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে হয়ত তারা সাক্ষ্য না দিয়ে চলে গেছেন।

ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আসামিদের জামিন বাতিলের আবেদন করেন তিনি।

মঙ্গলবার আবেদনটির ওপর শুনানি গ্রহণ করেন আদালত। বিচারক তার আদেশে উল্লেখ করেন, সাক্ষীরা সাক্ষ্য না দিয়ে চলে যাওয়া এবং মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে না আসায় পিপির বক্তব্য যুক্তিসঙ্গত মনে হয়। তবে আসামিরা জামিনে মুক্ত থাকায় এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পিপির আবেদনের ওপর সিদ্ধান্ত গ্রহণের আগে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া দরকার।

এরপর তিনি পিপির আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের জামিন কেন বাতিল করা হবে না, সে মর্মে ২৬ অক্টোবরের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে আসামিদের নির্দেশ দেন।

মামলাটিতে এ পর্যন্ত জিহাদেরর বাবাসহ তিন জন সাক্ষ্য দিয়েছেন।

গত ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিরা হলেন- রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেল ৩টার সময় শিশু জিহাদ পাইপের মধ্যে পড়ে যায়। শিশুটিকে উদ্ধারে সারা রাত ধরে চলা ফায়ার সার্ভিসের অভিযান ব্যর্থ হয়। পরের দিন দুপুরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক শিশুটি পাইপে নেই বলে ঘোষণা দিয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন। এরপর শিশুটিকে উদ্ধারে কাজ করেন জনৈক মজিদ, লিটু ও আনোয়ার। তাদের তৈরি একটি ক্যাচারের মাধ্যমে জিহাদকে টেনে তোলা হয়।

ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ফকির ২০১৪ সালের ২৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। জিহাদের বাবার করা মামলায় চার মাসের মধ্যে ২০১৫ সালের ৭ এপ্রিল শাহজাহানপুর থানার এসআই আবু জাফর জাহাঙ্গীর আলম এবং শফিকুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কিন্তু জিহাদের বাবা ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দাখিল করলে ২০১৫ সালের ৪ জুন সিএমএম আদালত ডিবি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। অধিকতর তদন্তের পর আসামিদের অভিযুক্ত করে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান গত ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।