আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা দায়েরে বিএনপির নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘মানুষের চিন্তা, বিশ্বাস ও মত প্রকাশের স্বাধীনতার ওপর বেপরোয়া আগ্রাসন চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সরকার যেন তার বিভিন্ন এজেন্সি দিয়ে বিরোধী দল ও মতের মানুষের বিরুদ্ধে সারাক্ষণ ওঁত পেতে আছে- তারা কে কখন কোথায় কী বলছে সেটি জানার জন্য। সরকারের আচরণে মনে হয়- যারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারা সবাই অপরাধী।’

তিনি আরো বলেন, ‘জুলুম ও অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জাগরণ যেন না ঘটে সেজন্য জনগণকে পরাধীন করে রাখার জন্যই একের পর এক কালো আইন প্রনয়ণ করে চলেছে সরকার। আর এরই ধারাবাহিকতায় এই সময়ের রাজনীতির সাহসী ভাষ্যকার ড. আসিফ নজরুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাসহ আরো কয়েকটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

‘এই মামলা দায়েরের মধ্য দিয়ে সরকার আসিফ নজরুলকে হয়রানির মাধ্যমে বিপর্যস্ত করার কৌশল অবলম্বন করেছে। কিন্তু মামলা দিয়ে আসিফ নজরুলের প্রতি গণতন্ত্রহারা দেশবাসী আরো বেশি জোরালো সমর্থন যোগাচ্ছে। সুতরাং মামলাসহ জুলুম-নির্যাতনের ভয় দেখানো হলেও নির্ভিক ড. আসিফ নজরুলকে তার সত্য উচ্চারণ থেকে সরকার কখনোই নিবৃত্ত করতে সক্ষম হবে না’, বলেন মির্জা ফখরুল।

আসিফ নজরুলের বিরুদ্ধে হওয়া মামলাকে প্রতিহিংসামূলক উল্লেখ করে তা প্রত্যাহারের জোর দাবি জানান বিএনপি মহাসচিব।