
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আটজনকে আসামি করে এ মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন তানোর থানার ওসি রেজাউল ইসলাম।
তিনি জানান, তানোর থানার পিএসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, বাড়ির মালিক ও উপজেলার গৌরাঙ্গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমজান আলী, তার স্ত্রী আয়শা বেগম, দুই ছেলে ইব্রাহীম হোসেন ও ইসরাফিল হোসেন, দুই পুত্রবধূ মর্জিনা খাতুন ও হারেছা খাতুন, মেয়ে হাওয়া খাতুন এবং মেয়ে জামাই রবিউল ইসলাম।
বিস্ফোরক ও অস্ত্র আইনে দায়ের করা এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ‘রি-বার্থ’ শেষ হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টায় এই অভিযান সমাপ্ত বলে ঘোষণা দেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ।
এ সময় তিনি বলেন, এ অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন রি-বার্থ’। এ অভিযানে বাড়িতে তিনটি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে। এ ছাড়া ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, কিছু সিডি, নগদ প্রায় দুই লাখ টাকা, পাঁচটি মোবাইল ফোন সেট, একটি ল্যাপটপ ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এগুলো জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, রোববার দিবাগত রাত ১২টার দিকে ডাঙাপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে শিক্ষক রমজান আলীর বাড়ি ঘিরে ফেলে রাজশাহী ও বগুড়া জেলা পুলিশের একটি বিশেষ টিম। এরপর সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।