
বুধবার নন্দীগ্রামে দুর্ঘটনাগ্রস্ত হয়ে একাধিক জায়গায় আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আপতত চিকিত্সাধীন অবস্থায় আছেন তৃণমূলের এই নেতৃ। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।
তৃণমূলের তারকা নুসরত জাহান টুইটারে ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘আমাদের প্রিয় নেত্রীর ওপর আক্রমণের তীব্র নিন্দা করছি’। বিরোধীদের উদ্দেশে নুসরতের কড়া বার্তা-‘তোমরা দিদির ওপর আঘাত করার চেষ্টা করতে পার, কিন্তু দিদিকে টলাতে পারবে না’।
অন্যদিকে মিমি লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন আমার রানি….গোটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করছে’।
পিছিয়ে থাকেননি সদ্য তৃণমূলে যোগ দেওয়া, তথা একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম মুখ রাজ চক্রবর্তীও। তিনি লেখেন, ‘অনেক লড়াই বাকি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি’।