আহত : ১৫ হরিজনদের ওপর হামলা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় হরিজন সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় নারীসহ ১৫ জন আহত হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার বামনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাসন্তি (৩০), বিধান (৩৮), রঞ্চিত (৬০), সুশান্ত (৪০), উত্তম (৫৭), আকাশ (২০), সুজন (৪০), বিজয় (৩৫), কুমার (২৩), তপন (১৮), প্রসংজিত (১৫), উৎপল (১৮), মহন (২২), মাখনসহ (৩৫) আরো একজন।

হরিজন সম্প্রদায়ের উত্তম এবং সঞ্চয় জানান, বামনপাড়ার বাবলু, শামীম এবং চঞ্চলসহ কয়েকজন হরিজন সম্প্রদায় এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ বিষয়ে কয়েকদিন আগে হরিজন সম্প্রদায়ের লোকজন বাধা প্রদান করে এবং ভেড়ামারা থানা পুলিশের কাছে অভিযোগ করে। এতে ভেড়ামারা থানা পুলিশ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে থানা হেফাজতে নেয়। রাতেই অজ্ঞাত কারণে পুলিশ তাদের ছেড়ে দেয়। ছাড়া পেয়েই ওই মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে হরিজন সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার জানান, হামলার সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে উজ্জল নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিকেলে একটি মামলা হয়েছে।