
নিজস্ব প্রতিবেদক : আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৭ অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন মাহফুজুর রশীদ ফেরদৌসকে কারাগার থেকে আদালতে হাজির না করায় ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম অভিযোগ গঠনের জন্য এদিন ঠিক করেন।
গত ১৪ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-পরিদর্শক আফরোজা আইরিন কলি। অভিযোগপত্রে যৌন হয়রানির শিকার ওই বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রীসহ মোট ২৮ জনকে সাক্ষী করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন ট্রাইব্যুনাল।
গত ৩ মে মাহফুজুর রশিদ ফেরদৌসের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় শ্লীলতাহানির মামলা হয়। ওই দিন রাতেই কলাবাগান থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলায় গত ৮ মে মাহফুজুর রশীদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যৌন হয়রানির শিকার পাঁচ শিক্ষার্থীও আদালতে জবানবন্দি দেন।