নিজস্ব প্রতিবেদক : আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের মামলায় বৃহস্পতিবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ সফিউল আজম আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামী ১৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
গত ২৭ অক্টোবর অভিযোগ শুনানির পর বিচারক আজ বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট মো. মিজান মোল্লা শুনানি করেন। বাদীপক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রসিকিউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম ও মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন।
এদিকে মামলাটির বিচারকাজ ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে চলছে। ক্যামেরা ট্রায়ালে শুধুমাত্র দুই পক্ষের আইনজীবীদের উপস্থিতি থাকবে। বাদী পক্ষের আইনজীবী ক্যামেরা ট্রায়ালে মামলা শুনানির আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
এর আগে গত ৩০ জুলাই নারী সহায়তা ও তদন্ত বিভাগে কর্মরত পুলিশের এসআই আফরোজ আইরীন কলি আসামি মাহফুজুর রশিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪ (খ) ধারায় শিক্ষার্থীদের ধর্ষণের চেষ্টা এবং ১০ ধারায় যৌন নিপিড়নের অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়। এ ছাড়া ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ ধারা ও ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের ৯ (খ) ধারায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ওই অভিযোগপত্র দাখিল করা হয়।
চলতি বছর ৪ মে দিবাগত রাতে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী ওই অধ্যাপককে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৫ মে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ৭ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।