
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় সহকর্মীর ছুরিকাঘাতে পাওয়ার টিলার চালক সাগর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার সকালে উপজেলার বিশনন্দী এলাকায় এই ঘটনা ঘটে। পরে এলাকাবাসী অভিযুক্ত সুমন মিয়াকে (২৫) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিশনন্দী ইউনিয়নের চলারচর এলাকায় ব্রিজের সামনে বালুর ট্রলি (পাওয়ার টিলার) চালক সাগর ও সুমনের মধ্যে বাড়ি যাওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে সুমন তার বাড়ি গিয়ে একটি ছোরা নিয়ে এসে সাগরের বুকের বাম পাশে আঘাত করে। এতে সাগর গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল জানান, সাগরের ফুসফুসে আঘাতের কারণে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান হাবিব জানান, নিহত সাগরের গ্রামের বাড়ি ফেনি সদর থানার ধর্মপুর গ্রামে । তার বাবার নাম জানা যায়নি। অভিযুক্ত সুমন নোয়াখালি জেলার কবিরহাট থানার সোনাদিয়া এলাকার নুরুল হক মাস্টারের ছেলে। তারা বিশনন্দী ইউনিয়নের চালারচর গ্রামের আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকত।
আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।