
অর্থনৈতিক প্রতিবেদক : প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে আয়কর মেলায় করদাতাদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আগামীকাল মঙ্গলবার জাতীয় আয়কর মেলা শুরু হবে।
সোমবার আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ সব তথ্য জানান।
তিনি বলেন, মেলা উপলক্ষে করদাতার নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর চারটি স্থান থেকে বিনামূল্যে সাটল বাস সার্ভিস দেওয়া হবে। মিরপুর ১০, উত্তরা রাজলক্ষ্মী সিনেমা হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অফিসার্স ক্লাবের সামনে সকাল ৯টায় থেকে ধারাবাহিকভাবে এই বাসগুলো চলবে।
এসব বাসের মাধ্যমে করদাতারা কোনো রকম ভাড়া ছাড়াই মেলায় আসা-যাওয়া করতে পারবে বলে এনবিআর চেয়ারম্যান জানান।
রাজধানীসহ সব বিভাগীয় শহরে ৭ নভেম্বর পর্যন্ত আয়কর মেলা চলবে। এবারই প্রথম আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
জেলা শহরে চার দিন, ২৯টি উপজেলায় দুই দিন এবং ৫৭টি উপজেলায় এক দিন ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে