আয়কর মেলা শুরু ১ নভেম্বর

অর্থনৈতিক প্রতিবেদক : করদাতাদের কর প্রদানকে উৎসাহী করতে রাজধানীসহ সব বিভাগীয় শহর, জেলা ও উপজেলাসহ ১৫০ জায়গায় আয়কর মেলা আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর মধ্যে রাজধানীসহ সব বিভাগীয় শহরে সাত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলা শহরগুলোতে ৪দিন, ২৯টি উপজেলায় ২ দিনব্যাপী স্থায়ী আয়কর মেলা এবং ৫৭টি উপজেলায় ১ দিন ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে আয়কর মেলা অনুষ্ঠিত হবে। এনবিআরের জনসংযোগ  সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে প্রথমবারের মতো সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই- এই প্রতিপাদ্যে এবারের আয়কর দিবস  অনুষ্ঠিত হবে আগামি ৩০ নভেম্বর। যদিও এর আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হতো। এবার মেলায় করদাতারা প্রথমবারের মত অনলাইনে আয়কর বিবরণী দাখিলের সুযোগ পাচ্ছেন। এবারে বিভাগ, জেলা ও উপজেলা মিলিয়ে মোট ১৫০টি আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

চলতি করবর্ষ থেকে করদাতারা তাদের আয়কর বিবরণী অনলাইনে জমা দেওয়ার সুযোগ পাবেন। জমা দেওয়া বিবরণীর প্রাপ্তি স্বীকারপত্রও পাওয়া যাবে অনলাইনে। এনবিআর আয়কর অনুবিভাগের স্ট্রেনদেনিং গভর্মেন্স ম্যানেজমেন্ট প্রোজেক্ট (এসজিএমপি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে এ কার্যক্রম। প্রকল্পটির মাধ্যমে দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের আওতাধীন মাঠপর্যায়ের ৬৪৯টি আয়কর সার্কেল অফিস মূল সার্ভারের ডিজিটাল সংযোগে যুক্ত হবে।