আয় কমছে ‘রুহি’র

সম্প্রতি মুক্তি পেল জাহ্নবী কাপুরের সিনেমা ‘রুহি’। এই ছবিতে জাহ্নবী ছাড়াও আরও ছিল রাজকুমার রাও ও বরুণ শর্মা। এটি একটি হরর কমেডি ছবি

‘রুহি’র বক্স অফিস সংগ্রহ দিনে দিনে কমছে। টানা তিন দিন সূচক নিম্নগামী। ভারতের বক্স অফিসে এক সপ্তাহে এ সিনেমার সংগ্রহ দাঁড়িয়েছে ১৬ কোটি ৪১ লাখ রুপি।

প্রথম দিন বক্স অফিসে আশাপ্রদ সংগ্রহ করলেও দ্বিতীয় দিন খুব একটা সংগ্রহ করতে পারেনি এ সিনেমা। আশা জাগায় তৃতীয় ও চতুর্থ দিনে। তবে পঞ্চম দিনে সংগ্রহ তলানিতে গিয়ে ঠেকে। ষষ্ঠ ও সপ্তম দিনে সংগ্রহ আরও কমেছে। এখন পর্যন্ত ছবিটির মোট সংগ্রহ ১৬.৪১ কোটি রুপি।