আ. লীগকে এবার ধানের শীষে ভোট দিতে বললেন সালাহউদ্দিন

আওয়ামী লীগকে এবার ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার রাতে কক্সবাজার জেলার বদরখালী এলাকায় আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, বদরখালিতে কিছু আওয়ামী লীগের লোক আছে। তাদেরকে বলব এবার দেশের পক্ষে থাকেন।

নৌকা তো নাই, এবার একটু কষ্ট করে ধানের শীষে ভোট দেন। তাহলে কিছু উন্নয়নমূলক কাজ হবে। তিনি বলেন, যে যেই পার্টি করেন না কেন, দয়া করে ধানের শীষে ভোটটা দেবেন। দেশের উন্নয়নের পক্ষে ভোট দেবেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশে গণহত্যা পরিচালনা করে তাদের দল, দলের প্রধান বিদেশে পালিয়েছে। তাদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। এটা সবাইকে বোঝাইতে হবে।