আওয়ামী লীগের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় মঙ্গলবার (৫ নভেম্বর) ১৪টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এরমধ্যে চারটি অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির।
তাদের অভিযোগ, আওয়ামী লীগের সমালোচনা করায় তাদের প্রথমে গুম করা হয়, পরে সাজানো হয় জঙ্গি নাটক। প্রসিকিউশনে জানানো অভিযোগে, জয়পুরহাট ও যশোরের চারটি ঘটনা উল্লেখ করা হয় ছাত্রশিবিরের পক্ষ থেকে। এছাড়া দশটি অভিযোগ করেন বিভিন্ন পেশার মানুষ।
অভিযোগ করা হয়, কাউকে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়েছে আবার কাউকে গুম করে চালানো হয়েছে অকথ্য নির্যাতন। তাদের অভিযোগ, ফেসবুকে সরকারবিরোধী লেখার কারণে এবং কেউ কেউ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তাদের পঙ্গু করে দেয়া হয়েছে।