
নিজস্ব প্রতিবেদক : একমাত্র আওয়ামী লীগই সরকার গঠন করলে দেশের উন্নয়ন করে- এ বার্তা দেশের সব মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে।’
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল বাংলাদেশের জন্য স্বর্ণযুগ ছিল, এ দাবি করে শেখ হাসিনা বলেন, ‘পঁচাত্তরের পর যারাই ক্ষমতায় এসেছে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মানুষের ভাগ্য খুলতে শুরু করে।’
বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা দেশের উন্নতি করবে না। তারা নিজেদের ভাগ্য গড়তে ব্যস্ত। এমনকি তারা বলেছিল, এ দেশে গরিব এবং খাদ্য কম থাকা ভালো, তাহলে বিদেশ থেকে ভিক্ষা, সহযোগিতা পাওয়া যাবে।’
সম্মেলনে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রকল্পসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।