লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির নেতাকর্মীদের মারধর, দলটির ৩টি অফিস ভাঙচুর, খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের ছবি–পোস্টার–ব্যানার ছিঁড়ে ফেলা এবং ২২ নেতাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার আলেকজান্ডার বাজারে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর আহমেদ জুয়েল জানান, সোমবার বিকাল ৩টা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) একটি জনসভা করে। ওই জনসভায় বিশেষ অতিথি করা হয় রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফ উদ্দিন আযাদ সোহলকে। স্থানীয় বিএনপি নেতাদের আপত্তির কারণে সোহেলকে জনসভায় উপস্থিত না থাকার অনুরোধ জানানো হয়। এ বিষয়ে প্রশাসনকেও অবগত করে চিঠি দেয় উপজেলা বিএনপি।
তিনি অভিযোগ করেন, এতে ক্ষুব্ধ হয়ে জেএসডির জনসভায় সোহেল উপস্থিত না থাকলেও রামগতির বয়ারচর ও চরগজারিয়া এলাকা থেকে কয়েকশ জলদস্যু এনে বিএনপি নেতাকর্মীদের ওপর তাণ্ডব চালানো হয়।
সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে জেএসডির প্রার্থী তানিয়া রবের ‘তারা’ মার্কার সমর্থনে আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা চলাকালে সোহেলের ভাড়া করা বাহিনী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রামদয়াল বাজারে বিএনপির দুটি এবং সৈয়দ মৌলভীরহাট বাজারে একটি কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্রসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের ছবি–পোস্টার–ব্যানার ভাঙচুর করা হয়। রামদয়াল বাজারে বিএনপি নেতাদের কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়।
হামলায় ছাত্রদল ও বিএনপির মোট ২২ নেতা আহত হন। আহতরা হলেন—উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, পারভেজ খান, চর আলগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিয়াজ মাহমুদ, চররমিজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রনি, সাংগঠনিক সম্পাদক মো. শাকিব, শ্রমিকদল নেতা দিদার হোসেন বাবুল, ছাত্রদল নেতা রাকিব, অন্ত, বাধন, রিফাত, শিবলু, রিয়াজ ব্যাপারি, বিএনপি নেতা মো. বাহার, মো. রাশেদ, আব্দুল ওয়ারেছ, মো. শাকিল, মো. সোহেল, মো. দেলোয়ার, মো. হাসান তারেক, মো. রকি, মো. বাপ্পি ও আরাফাত হোসেন অভি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আল আমিন, বিএনপি নেতা দিদার হোসেন খন্দকার, চর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর আহমদ জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ মোহাম্মদ শিব্বির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, যুগ্ম আহ্বায়ক পারভেজ খান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আরও বলেন, আওয়ামী লীগ নেতা শরাফ উদ্দিন আযাদ সোহল গত ১৭ বছর ধরে রামগতি উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মীকে পুলিশি হয়রানি ও গ্রেফতারের মাধ্যমে দমন–পীড়ন চালিয়েছেন। আওয়ামী লীগের পতনের পর তিনি জেএসডির প্রার্থী তানিয়া রবের সঙ্গে যুক্ত হয়ে পুনরায় বিএনপি নেতাদের ওপর হামলা, অফিস ভাঙচুর এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।
তারা আরও বলেন, ২২ নেতাকর্মীর ওপর অতর্কিত হামলার ঘটনায় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সোহেলকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তাকে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


