আ.লীগের সংখ্যাগরিষ্ঠতা : রাজশাহী আইনজীবী সমিতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ মনোনীত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনার এবিএম মশিউজ্জামান নির্বাচনের ফল ঘোষণা করেন।

নির্বাচনে ২১টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। আর ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ মনোনীত প্রার্থীরা পাঁচটি পদে জয় পেয়েছেন। তবে সভাপতি পদে দুইজন সমানসংখ্যক ভোট পেয়েছেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক একরামুল হক, সহসভাপতি সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজী শওকত সালেহীন এলেন, হিসাব সম্পাদক আখতারুল আলম বাবু, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আলী, অডিট সম্পাদক হেলাল আহমেদ, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক জালাল উদ্দীন এবং সদস্য মুনসুর রহমান, আসির উদ্দীন, শফিকুল ইসলাম রেন্টু, মিজানুর রহমান বাদশা, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ ও সাদিকুল ইসলাম।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেন সহসভাপতি জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নূর-এ-কামরুজ্জামান ইরান, ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক মনোয়ারা বেগম এবং সদস্য আমজাদ হোসেন ও মোজাম্মেল হক।

তবে সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী লোকমান আলী ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মোজাম্মেল হক ২৫৪টি করে ভোট পেয়েছেন। তারা সমানসংখ্যক ভোট পাওয়ায় আগামী রোববার সভাপতি পদে ভোট পুনঃগণনা হবে। তাতেও দুজনের সমানসংখ্যক ভোট থাকলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৫৪ জন।