
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম সম্মেলনে উপলক্ষে রাজধানীতে লাগানো ব্যানার, ফেস্টুন, তোরণ আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নামানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।
রোববার সকালে দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এসব কথা জানান। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
তিনি জানান, গত ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন টাঙানো হয়। এখন পর্যন্ত ৯০ শতাংশ ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়া হয়েছে। যেগুলো এখনো লাগানো আছে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে তা নামিয়ে ফেলতে হবে।