নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম সম্মেলনকে ঘিরে রাজধানী ও সোহরাওয়ার্দী উদ্যানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
বুধবার বিকেল ৫টার দিকে সম্মেলস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যা ব নিরাপত্তার কাজ করবে, উল্লেখ করে তিনি বলেন, কাউন্সিলে অংশ নিতে যারা আসবেন, তাদেরকে নিরাপত্তা দিতে আমরা কাজ করব। এজন্য অন্যান্য বাহিনীর সঙ্গে আমরা সমন্বয় করব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলনকে ঘিরে এখনো কোনো হুমকি আমরা লক্ষ্য করছি না। তবে সব হুমকির বিষয় বিবেচনায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আশা করি, নিরাপত্তাজনিত কোনো ঘাটতি হবে না। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কাউন্সিল সম্পন্ন হবে।