‘আ.লীগে খারাপ লোকের দরকার নেই’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : আওয়ামী লীগে খারাপ লোকের দরকার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘দলে ভালো লোকদের নিয়ে আসেন। যারা মহান স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন।’’

বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘চিহ্নিত কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও অস্ত্রবাজ আওয়ামী লীগের সদস্য হতে পারবেন না। চিহ্নিত স্বাধীনতাবিরোধীদেরও আওয়ামী লীগে স্থান নেই।’’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘‘আওয়ামী লীগে যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করছে, তাদের চিহ্নিত করুণ। এদের দলে রাখা যাবে না। এরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এদের দল থেকে বের করে দেওয়া হবে।’’

ছাত্রলীগের যে সকল কর্মী টেন্ডারবাজিতে লিপ্ত রয়েছে, তারা অনুপ্রবেশকারী উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘‘বিভিন্ন ছাত্র সংগঠন থেকে টেন্ডারবাজরা ছাত্রলীগে প্রবেশ করেছেন। এরা ছাত্রলীগের সুনাম ও ঐতিহ্য ধ্বংস করতে চায়। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এদের চিহ্নিত করে অচিরে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।’’

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘‘ইউনেস্কো ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধু শুধু বাঙালির নয়, সারা বিশ্বের অবিসংবাদিত নেতা।’’

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘‘আওয়ামী লীগ বড় দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু দলের প্রধান শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই কাজ করতে হবে। বিগত সময়ে রাজশাহীর সিটি করপোরেশনের মেয়র হিসেবে এএইচএম খায়রুজ্জামান লিটন উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে লিটনকে আবার নির্বাচিত করতে হবে।’’

তিনি বলেন, ‘‘উন্নয়ন যতই হোক, আচরণ ভালো করতে হবে। দলীয় নেতাদের আচরণ খারাপ হলে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব পড়বে। নারীদের গুরুত্ব দিতে হবে। তাদের অবহেলা করলে চলবে না। সম্মান করতে হবে। কারণ দেশের জনসংখ্যার অর্ধেক নারী।’’

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘‘নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। দলকে শক্তিশালী করার মাধ্যমে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখে দিতে হবে।’’

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম, এস এম কামাল হোসেন, ওমর ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার এনামুল হক, কাজী আব্দুল ওয়াদুদ দারা, আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিনাতুন নেছা তালুকদার প্রমুখ।