আ.লীগ কর্মীর অস্ত্রের মহড়া, আতঙ্কে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে আওয়ামী লীগ কর্মীর অস্ত্রের মহড়ায় আতংকিত হয়ে উপজেলা তাঁতী দলের আহবায়ক এসএম ফিরোজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, ১১ ডিসেম্বর আয়নাতলী বাজারে হাঁড়িয়া গ্রামের মোস্তফা ও জামরুলের মধ্যে মাছ বিক্রির ২০ টাকা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পরে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠক করে সমস্যার সমাধান করা হয়।

ওই ঘটনার জের ধরে মাছ ব্যবসায়ী মোস্তফার সমর্থনে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মাদককারবারি শাহাদাত হোসেন মীমাংসিত বিষয়টি নিয়ে বিরোধিতা করে দলীয় কর্মীদের নিয়ে আয়নাতলী বাজারে জড়ো হয়। এক পর্যায়ে শাহাদাতের ছেলে ছাত্রলীগ নেতা শান্ত পৌর এলাকা থেকে তার কর্মীবাহিনী নিয়ে দেশীয় অস্ত্র সহকারে উপস্থিত হলে স্থানীয় লোকজন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে।

উপজেলা তাঁতী দলের আহবায়ক এসএম ফিরোজ সংঘর্ষ এড়াতে এগিয়ে আসলে অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে রাস্তার ওপর পড়ে যায়। এলাকাবাসী ও স্থানীয় বিএনপির নেতারা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহজাহান সম্রাট জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম আওয়ামী লীগ নেতা শাহদাত ও তার ছেলে বহিরাগত সন্ত্রাসী নিয়ে বাজারে অস্ত্রের মহড়া দেয় তাতে আতঙ্কিত হয়ে এসএম ফিরোজের মৃত্যু হয়।

বিএনপির নেতা আজিজ মেছের জানান, তিনি ধাক্কা খেয়ে রাস্তার পড়ে যান। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা শাহাদাত এলাকার একজন চিহ্নিত মাদককারবারি।

এই ঘটনায় সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে, রাতভর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রোববার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানায় ওসি মো. আবুল বাশার জানান, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার স্থান হতে দেশীয় লাঠি ও পাইপ উদ্ধার করা করা হয়েছে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি।