‘আ.লীগ দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে’

আওয়ামী লীগের অনিয়ম-দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অত্যাচারের কারণে দেশে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেন, এখন যদি গৃহযুদ্ধ শুরু হয় এর দায় নিতে হবে আওয়ামী লীগকেই। গৃহযুদ্ধ এড়াতে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন তিনি। দেশে সাধারণ মানুষের কোনো স্বাধীনতা নেই, মর্যাদা নেই তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ছাত্রদেরকে নষ্ট করে জনগণকে বিভক্ত করা হয়ছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও এলডিপি’র চেয়ারম্যান কর্নেল (অব.) আলী আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি’র যুগ্ম মহাসিচব সৈয়দ মোয়াজেম হোসেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাধীনতা সুসংহত করার জন্য দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি বৈষম্য দূর করা জরুরি।

‘আ ব্যাটলফিল্ড ফ্রিডমফাইটার অব নাইনটিন সেভেনটিওয়ান’ নামক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সঞ্চালকের ভূমিকা পালন করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইবরাহিম হোসেন। অনুষ্ঠানে আরও যোগ দেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ১৪ জন কর্মকর্তা।