পটুয়াখালী প্রতিনিধি : জেলার দশমিনা উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সিকদার ও তার দুই ছেলেসহ ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে মো. খলিলুর রহমান নামে এক কৃষক দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক মুহম্মদ হোসেন অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি বিকেল ৩টার দিকে দশমিনা উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সিকদারের নেতৃত্বে মামলায় ওই ৯ আসামিসহ আরো অজ্ঞাত ৫/৬ জন অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলার কাটাখালী গ্রামের কৃষক মো. খলিলুর রহমানের ওপর হামলা চালান। এ সময় বাড়িতে থাকা লোকজন বাধা দিলে তাদেরকে মারধর করেন।