মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ-গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধির মহাসড়কে তোলার স্লোগানে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে, টানা দ্বিতীয় বার সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সাফল্যের সাথে সরকার পরিচালনার তিন বছর পুর্তিতে নীলফামারীর ডিমলায় আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ই জানুয়ারী)শেষ বিকেলে ডিমলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে একটি আনন্দ র্যালী শহরের প্রধান-প্রধান মোড় প্রদক্ষিণ করে স্ব-দলীয় কার্যালয় ফিরে এসে শেষ হয়।
র্যালীতে উপজেলা ছাত্রলীগের সভাপতি-আবু সায়েম সরকার,যুগ্ন সাধারন সম্পাদক-নাহিদ ইসলাম,সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক-নুরন্নবী ইসলাম মানিক,ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি-আঃ রশিদ লেবু সহ উপজেলা ছাত্রলীগ,সদর ছাত্রলীগ,কলেজ শাখা ছাত্রলীগ ও স্কুল শাখা ইউনিট ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ।