ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে মুখোমুখি হয় চেলসি ও বার্নলি। নতুন দলটি অবশ্য চেলসির জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ফলে ৩-০ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছে ব্লুজরা।
ঘরের মাঠে ৯ মিনিটের মাথায় গোলের দেখা পেয়ে যায় চেলসি। ইডেন হ্যাজার্ড গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। প্রথমার্ধের শেষ মুহূর্তে দিয়েগো কস্তার সহায়তায় ব্যবধান বাড়ান উইলিয়ান (২-০)। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় চেলসি।
বিরতির পর অবশ্য গোল পেতে বেশ সময় নেয় স্বাগতিকরা। অবশ্য বেশ কিছু সুযোগ তারা এ সময় মিস করে। কিন্তু ৮৯ মিনিটে ভিক্টর মোসেস যে সুযোগটি পান, সেটি আর মিস করেননি। তাকে গোলের সুযোগটি তৈরি করে দেন পেদ্রো। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্লুজরা।
এ জয়ের ফলে তিন ম্যাচ থেকে চেলসির সংগ্রহ পূর্ণ ৯ পয়েন্ট। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।
এদিন ১-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। হালসিটির বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে জয়সূচক একমাত্র গোলটি করেছেন মার্কাস রাসফোর্ড। তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।