নিজস্ব প্রতিবেদক : ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষার্থীদের উপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দীন। এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি।