ক্রীড়া ডেস্ক : জিততে বাংলাদেশের চাই ৩৩ রান। হাতে ২ উইকেট। পুরো একটি দিন ও ৫৪০টি বল। অন্যদিকে ইংল্যান্ডের চাই ২ উইকেট। গেল চারদিনের সকালের সেশনের পরিস্থিতি পর্যালোচনা করলে বলা যায় ইংল্যান্ডই এগিয়ে। কিন্তু তাতেও স্বস্তি নেই ইংল্যান্ড শিবিরে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ড ব্রড জানিয়েছেন আগামীকাল যেকেউ জিততে পারে। নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে তারা জয়ের জন্য সেরাটা দিয়ে লড়াই করবে।
ব্রড বলেন, ‘আসলে ম্যাচটি আজকে শেষ হলেই ভালো হত। মাঠে বেশ দর্শক ছিল। পরিবেশ-পরিস্থিতিও ভালো ছিল। তবে দিনভর অনেক টেনশন কাজ করেছে। আমার মতে একটি দল হিসেবে আমরা এখন হোটেলে ফিরে যাব। বিশ্রাম নিব এবং আগামীকালকের প্রথম ঘন্টার জন্য প্রস্তুত হব। ব্যাটসম্যানদেরকে আগামীকাল আবার খেলতে নামতে হবে। প্রত্যেকদিন সকালেই এখানে অনেক উইকেট পড়েছে। দিনশেষে দল হিসেবে আমরা মোটেও হতাশ নই। আমরা আমাদের সেরাটা দিয়েই আগামীকাল লড়ব।’
জয়ের বিষয়ে তিনি বলেন, ‘এই পিচে শুরু করাটা আসালে বেশ কঠিন। বেশ টার্ন রয়েছে পিচে। সকালে যদি রিভার্স সুইং পাওয়া যায় তাহলে পেসাররা খেলায় ফিরতে পারবে। ম্যাচটি পঞ্চম দিনে গড়ানোয় আমাদের জন্য ভালো হয়েছে। কারণ, ব্যাটসম্যানদের আবার ক্রিজে সেট হতে হবে। আমরা সকালে তাদের ধৈর্য্যরে পরীক্ষা নিতে পারব। তবে আগামীকাল কী হতে যাচ্ছে সেটা বলা কঠিন। একজন ব্যাটসম্যানের ভালো একটি ইনিংস অথবা দুটি ভালো ডেলিভারির উপর দাঁড়িয়ে ম্যাচটি। আর সে কারণেই আমরা আসলে টেস্ট ক্রিকেটকে ভালোবাসি। তাই নয় কী?’
তিনি আরো বলেন, ‘এমন একটি টেস্ট ম্যাচের অংশ হতে পেরে আমি আনন্দিত। পঞ্চম দিনে বাংলাদেশের প্রয়োজন ৩৩ রান। আমাদের প্রয়োজন ২ উইকেট। ভালো বোলিং ও ফিল্ডিং করতে পারলে ম্যাচটি কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। দুটি ভালো ডেলিভারিই আমাদের জয় নিশ্চিত করতে পারে।’