ইংল্যান্ডের খেলোয়াড়রা

ক্রীড়া ডেস্ক : প্রথম টেস্টটি যখন পঞ্চম দিনে চলে যায় তখন স্বস্তিতে ছিল না ইংল্যান্ড। কিন্তু পঞ্চম দিনের শুরুতে বেন স্টোকসের বুদ্ধিদীপ্ত বোলিং ২২ রানের দারুণ এক জয় এনে দেয় ইংল্যান্ডকে।

এই জয়ের পর ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ডেইলি মেইলে তার লেখা একটি কলামে এই টেস্ট জয়কে ২০১৩ সালের অ্যাশেজ জয়ের সমান বলে উল্লেখ করেন। তার সেই কলাম থেকেই বোঝা যায় কতোটা সিরিয়াসলি তারা প্রথম টেস্টটি খেলেছিল।

ইংল্যান্ডের ২০ উইকেট নিয়ে তাদের ভয় পাইয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি টাইগাররা।

প্রথম টেস্টটি জিতে নেওয়ার পর দ্বিতীয় টেস্ট খেলতে আগামীকাল শুক্রবার মাঠে নামবে ইংল্যান্ড। ঢাকা টেস্ট জিতে বাংলাদেশের বিপক্ষে শতভাগ টেস্ট জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখতে চায় ইংলিশরা।

এই টেস্টে ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন আসতে পারে। গ্যারেথ বেটির পরিবর্তে ইংল্যান্ড দলে টেস্ট অভিষেক হতে পারে জাফর আনসারীর। স্টুয়ার্ট ব্রডকে বিশ্রাম দেওয়া হবে। তার পরিবর্তে খেলতে পারেন স্টিভেন ফিন অথবা জেইক বল।

তার আগে চলুন দেখে নিই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ :
১. অ্যালিস্টার কুক (অধিনায়ক)
২. বেন ডাকেট
৩. জো রুট
৪. গ্যারি ব্যালান্স
৫. মঈন আলী
৬. বেন স্টোকস
৭. জনি বেয়ারস্টো
৮. ক্রিস ওকস
৯. আদিল রশিদ
১০. স্টিভেন ফিন/জেইক বল
১১. জাফর আনসারী।