ইংল্যান্ডের দায়িত্ব নিতে প্রস্তুত রুট

ক্রীড়া ডেস্ক : ভারত সফরে ব্যর্থতার পর টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে গত সোমবার সরে দাঁড়িয়েছেন অ্যালিস্টার কুক। ইংল্যান্ড দলে এই শূন্য পদ পূরণের জন্য জো রুটের নাম এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জেসন গিলেস্পি মনে করছেন নিঃসন্দেহে রুটই ইংল্যান্ডের অধিনায়ক হচ্ছেন। তবে রুটকে অধিনায়কের দায়িত্ব দিলে তার স্বাভাবিক ব্যাটিংয়ের ধরন হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন প্রাক্তন ইংলিশ পেসার গ্রায়েম সোয়ান। বর্তমানে সহ-অধিনায়কের পদেই রুট ভালো আছেন বলে বিশ্বাস তার।

তবে কাউন্টির দল ইয়র্কশায়ারের কোচ জেসন গিলেস্পির বিশ্বাস দায়িত্ব পেলে আরও গতি বাড়বে রুটের। এ প্রসঙ্গে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাতকারে প্রাক্তন অসি বোলার গিলেস্পি বলেন, ‘আমি বুঝতে পারছি সে নিজেকে আরও তৈরি করতে চায়। জো এর বিচক্ষণ সিদ্ধান্ত এবং সহজাত নেতৃত্ব কেউই মিস করেত চায় না। সে প্রতিনিয়তই উন্নতি করছে। ইংল্যান্ডের হয়ে ৫৩ টেস্ট খেলা ২৬ বছর বয়সি রুট আরও দূর যেতে চান। আমি মনে করছি না এই দায়িত্বের জন্য জো রুটের চেয়ে যোগ্য আর কেউ রয়েছেন।’