ক্রীড়া ডেস্ক : নিয়মিত অধিনায়ক ইয়ান মরগান ও আলেক্স হেলসকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড।
জো রুটকে দেওয়া হয়েছে বিশ্রাম। তা ছাড়া মার্ক উড রয়েছেন ইনজুরিতে। আর ক্রিস জর্দানকে এই সিরিজে রাখা হয়নি।
সব মিলিয়ে সেরা স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসতে পারেনি ইংল্যান্ড। কিন্তু বিসিবি একাদশের বিপক্ষে তীব্র গরমের মধ্যেও ৩১০ রান তাড়া করে প্রস্তুতি ম্যাচ জিতেছে সফরকারীরা। সেটা দেখে মনে হয়নি তারা সেরা স্কোয়াড নিয়ে এই সফরে আসতে পারেনি।
তবে প্রস্তুতি ম্যাচ আর মূল ম্যাচের আবহ সম্পূর্ণ ভিন্ন। তা ছাড়া বাংলাদেশের বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে ইংলিশরা। তাই আজ টাইগারদের বিপক্ষে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে সফরকারীরা।
বাংলাদেশকে সমীহ করলেও সিরিজ জয়ের ভিন্ন কিছু চিন্তা করছেন না ইংলিশ অধিনায়ক জস বাটলার। আর সেটা শুরু করতে চান প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার মধ্য দিয়েই।
তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সেরা একাদশ।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ :
১. জ্যাসন রয়
২. জেমস ভিনস
৩. বেন ডাকেট
৪. জনি বেয়ারস্টো
৫. বেন স্টোকস
৬. জস বাটলার
৭. মঈন আলী
৮. ক্রিস ওয়াকস
৯. ডেভিড উইলি
১০. লিয়াম প্লাঙ্কেট
১১. আদিল রশিদ।