ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি এক সময় ইংল্যান্ডের হাত থেকে প্রায় বেরিয়ে গিয়েছিল। কিন্তু সাকিব আল হাসান আউট হয়ে যাওয়ার পর পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে থাকে।
শেষ পর্যন্ত ২১ রানের দারুণ এক জয় পায় সফরকারীরা। ধারাবাহিকতা ধরে রেখে আজও জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না জস বাটলার বাহিনী।
আজকের ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় তারা। দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের একাদশে পরিবর্তন আনবে না ইংল্যান্ড। উইনিং কম্বিনেশন নিয়েই আজ তারা মাঠে নামবে।
অভিষেকে হাতে দারুণ বোলিং করেন জ্যাক বল। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। অন্যদিকে আরেক অভিষিক্ত ব্যাটসম্যান বেন ডাকেটও ব্যাট হাতে দারুণ আস্থার প্রতিদান দেন। তারা দুজন আজকের একাদশে থাকছেন সেটা নিশ্চিত।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ :
১. জস বাটলার
২. জেমস ভিন্স
৩. বেন ডাকেট
৪. জনি বেয়ারস্টো
৫. বেন স্টোকস
৬. জস বাটলার
৭. মঈন আলী
৮. ক্রিস ওয়াকস
৯. আদিল রশিদ
১০. ডেভিড উইলি
১১. জ্যাক বল।