ক্রীড়া ডেস্ক : নিয়মিত অধিনায়ক আর সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স চোটের কারণে দলে নেই। প্রথম টেস্টের দ্বিতীয় দিন চোট ছিটকে দেয় দলের সেরা পেসার ডেল স্টেইনকেও। নেই আরেক পেসার মরনে মরকেলও। দলের আরেক ব্যাটিং স্তম্ভ হাশিম আমলা তিন ইনিংস মিলে করেছেন মোটে ৪৮ রান।
সেই দক্ষিণ আফ্রিকাই কিনা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই টানা দুই টেস্টে হারিয়ে দিল! শুধু হারানো বললে কমই বলা হবে, অস্ট্রেলিয়াকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা।
হোবার্টে দ্বিতীয় টেস্টে ভারনন ফিল্যান্ডার, কাইল অ্যাবট ও কাগিসো রাবাদার বোলিং তোপে প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৬১ রানে। ইনিংস ও ৮০ রানে ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিন টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৮৮৪ থেকে ১৮৮৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় টানা তিন সিরিজ জিতেছিল ইংল্যান্ড। আর ১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত টানা তিন সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
দক্ষিণ আফ্রিকা ২০০৮-০৯ সালে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর ২০১২ সালে তিন ম্যাচের সিরিজ জিতেছিল ১-০ ব্যবধানে (প্রথম দুই ম্যাচ ড্র হয়েছিল)। এবার তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে জিতল। স্বাগতিকদের তারা এবার হোয়াইটওয়াশ করবে না তো?
শেষ টেস্ট ম্যাচটা অবশ্য দিবারাত্রির। গোলাপি বলে অস্ট্রেলিয়ার টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও দক্ষিণ আফ্রিকার এটিই প্রথম। তবে অস্ট্রেলিয়া যেভাবে বিবর্ণ ব্যাটিংয়ের প্রদর্শনী মেলে ধরছে তাতে দক্ষিণ আফ্রিকা ৩-০ তে সিরিজ জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না!