নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘ইংল্যান্ড ক্রিকেট দলকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ।’
মঙ্গলবার ডিএমপির সদরদপ্তরে আসন্ন ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এ জন্য স্টেডিয়াম, ক্রিকেটাররা যেখানে থাকবেন সেসব স্থানে পুলিশ, র্যাব ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, বাংলাদেশে নিরাপত্তাহীনতা বা ভয়ের কোনো কারণ নেই। এ দেশে যুদ্ধাপরাধের বিচার চলমান রয়েছে। কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে এ জন্য পুলিশ পরিপূর্ণ নিরাপত্তা দিতে বদ্ধ পরিকর। আসন্ন ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে দৃশ্যমান নিরাপত্তা এবং শৃঙ্খলা প্রদর্শন করা হবে। চলমান যে নিরাপত্তা রয়েছে তা আরো বৃদ্ধি করা হবে।’
তিনি আরো বলেন, ‘নিজেদের নিরাপত্তার সঙ্গে ইংল্যান্ডের চাহিদামতো নিরাপত্তা দেওয়া হবে। স্টেডিয়াম থেকে হোটেল কিংবা খেলোয়াড়রা কোথাও যেতে চাইলে সেক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা থাকবে।’
৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা রয়েছে।