নিজস্ব প্রতিবেদক : ইউএনডিপির প্রাক্তন কান্ট্রি ডিরেক্টর স্টিফান প্রিজনারকে আবারও তলব করেছে শুল্ক গোয়েন্দা।
মঙ্গলবার শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগের তদন্তে তাকে ওই নোটিশ দেওয়া হয়েছে।
তাকে আগামী ৩০ মার্চ শুল্ক গোয়েন্দা সদর দপ্তরে হাজির থাকতে বলা হয়েছে। এটি দ্বিতীয় নোটিশ। এর আগে ২৮ ডিসেম্বর তলব করলেও তিনি হাজির হতে ব্যর্থ হন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনে স্থানীয় ননপ্রিভেলজড পারসনের কাছে বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শুল্ক গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনে স্থানীয় ননপ্রিভেলজড পারসনের কাছে বিক্রি করেন স্টিফান প্রিজনার। এতে তার ব্যক্তিগত লাভের বিষয়টি শুল্ক গোয়েন্দার প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। শুল্ক গোয়েন্দা গাড়িটি জব্দ করে এবং তদন্ত শুরু করে। প্রিজনার বর্তমানে উজবেকিস্তানে একই প্রতিষ্ঠানে কর্মরত আছেন।