ইউএসটিসি চার শিক্ষার্থীসহ ছয়জনকে দেশীয় অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিজ্ঞানপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) চার শিক্ষার্থীসহ ছয়জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের খুলশী থানার ইউএসটিসি ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পাসে অভিযান চালিয়ে চারটি ধারালো কিরিচসহ ইউএসটিসির চার শিক্ষার্থী ও তাদের বহিরাগত দুই সহযোগীকে আটক করা হয়েছে।

পুলিশ তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম প্রকাশ করেনি। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।