‘ইউক্রেনপ্রবাসী ২৪ বাংলাদেশি হেফাজতে’

পোল্যান্ড সীমান্ত দিয়ে ইউক্রেনপ্রবাসী ২৪ বাংলাদেশিকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে গতকাল ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত।

এ ক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানায় পোল্যান্ডের ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।