ইউক্রেনে শান্তির আহ্বান ক্যারোলিনা বিলাস্কার

পুয়ের্তো রিকোতে বসেছিল মিস ওয়ার্ল্ড ২০২১-এর ৭০তম আসর। পোল্যান্ডের সুন্দরী ক্যারোলিনা বিলাস্কার মাথায় উঠেছে মিস ওয়ার্ল্ড ২০২১-এর খেতাব। মুকুট জিতেই ইউক্রেনে শান্তির আহ্বান জানিয়েছেন ক্যারোলিনা।

এ প্রতিযোগিতার দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকার শ্রী শাইনি আসেন ও তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস। মানসা বারানসি, যিনি ভারতের হয়ে এবার প্রতিনিধিত্ব করছিলেন সৌন্দর্য প্রতিযোগিতায় টপ ১৩-তে নাম থাকলেও পৌঁছতে পারেননি টপ ৬-এ।

মিস ওয়ার্ল্ডজয়ী ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন এবং সেই সঙ্গে মডেল হিসেবেও কাজ করেন। পরবর্তী সময়ে এই সুন্দরীর ইচ্ছে আছে পিএইচডি করার। সঙ্গে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছে রয়েছে তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।

সুন্দরী প্রতিযোগিতার এবারের অনুষ্ঠানটি অন্যবারের চেয়ে কিছুটা ব্যতিক্রম ছিল। যেখানে ইউক্রেনে বিনা উসকানিতে রাশিয়ার সেনা অভিযানের বিরুদ্ধাচারণ করা হয়েছে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। সেলিন ডিওন এবং আন্দ্রেয়া বোসেলি যখন ‘দ্য প্রেয়ার’ গানটি গাইছিলেন, তখন দর্শক এবং মঞ্চ উভয় দিক থেকেই মোমবাতি উঁচু করে ধরা হয়েছিল।
মূল প্রতিযোগীরা তখন মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। তাদের পেছনে পর্দায় তখন বড় করে লেখা হয়েছিল ‘শান্তির জন্য প্রার্থনা’। মিস ওয়ার্ল্ড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ বিষয়ে একটি টুইট করে বলা হয়েছে, ‘ইউক্রেনের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা আমাদের প্রতিযোগিতার মধ্যে ছিল’।

নতুন মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলাস্কা এ বিষয়ে বলেন, ‘একটি করে মোমবাতি জ্বালানো ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যথেষ্ট নয়। তবে সবাই মিলে যদি আমরা এটা করি, তাহলে পৃথিবী বদলে যাবে।’ এ সময় তিনি সারা বিশ্বের মানুষকে একটি করে মোমবাতি জ্বালিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ইউক্রেনের পক্ষে অবস্থান জানান দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মিস ওয়ার্ল্ড ২০২১ আয়োজনের তারিখ ছিল গত বছরের ১৬ ডিসেম্বর। প্রতিযোগিতা শুরুর আগে ১৭ প্রতিযোগীর করোনা শনাক্ত হওয়ায় তা স্থগিত করা হয়। মহামারি করোনার কারণে ২০২০ সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি।