ইউক্রেন চুক্তি চূড়ান্ত করতে রাশিয়ায় বিশেষ দূত পাঠাবেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তি চূড়ান্ত করতে উইটকফকে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘মাত্র কয়েকটি বিষয়ে মতবিরোধ বাকি আছে।’

যদিও ইউরোপীয় নেতারা তা পুরোপুরি মানতে পারছেন না। তাছাড়া কিয়েভের উপর মস্কোর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত আছে।

এছাড়া ট্রাম্প শিগগিরই পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার আশা প্রকাশ করেছেন। তবে সেটা শুধু তখনই যখন চুক্তি চূড়ান্ত হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য প্রথমে যুক্তরাষ্ট্র ২৮ দফার যে পরিকল্পনা দিয়েছিল তা মস্কোর স্বার্থে করা হয়েছিল বলে দাবি উঠেছিল। পরে ইউক্রেনের পক্ষে পরিকল্পনাটি সংশোধন করে নতুন সংস্করণ দেয় কিয়েভের ইউরোপীয় মিত্ররা। নতুন সংস্করণের সাথে পরিচিত একজন কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে বলেছেন, এটি উল্লেখযোগ্যভাবে ভালো।

যদিও মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে ‘সূক্ষ্ম’ কয়েকটি সমস্যা এখনও রয়ে গেছে।

এর আগে ট্রাম্পের বিতর্কিত, প্রাথমিক ২৮-দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য জেনেভায় ইউক্রেনীয় এবং মার্কিন প্রতিনিধিরা একত্রিত হওয়ার পর থেকেই উত্তপ্ত আলোচনা চলছে।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন ও রাশিয়ান প্রতিনিধিদেরসহ এ বিষয়ে সর্বশেষ আলোচনা আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেনকে সমর্থনকারী ৩০টি দেশের একটি দলের নেতারাও মঙ্গলবার ভিডিওর মাধ্যমে বৈঠক করেছেন।

সূত্র: আল জাজিরা