ইউনিপেটুইউর দুই কর্মকর্তা ও দুই এজেন্টকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দুপুরে সিআইডির সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান বলেন, বুধবার তাদের গ্রেপ্তার করা হয়ে। তবে তাদের নাম-পরিচয় পরে জানানো হবে। গ্রেপ্তারকৃতরা ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারিও অব্যাহত ছিল।

৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনিপেটুইউর দুই কর্মকর্তা ও দুই এজেন্টকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃতরা পলাতক আসামি বলে পুলিশ জানায়।