নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে মনির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কুমিল্লার দাউদকান্দি থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখ ও সাতজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ঘটনাস্থল দাউদকান্দি হওয়ায় এ থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তারের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না।
প্রসঙ্গত, একটি মামলায় হাজিরা দিতে কুমিল্লা যাওয়ার পথে মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় পৌঁছালে মনির হোসেন ও তার সহযোগীদের গুলি চালিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মনির হোসেন ও তার সহযোগী মহিউদ্দিন মারা যান।