
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি তোলার অভিযোগে আবুল হোসেন নামে এক ইউপি সদস্যকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা ওই ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আবুল হোসেন দীর্ঘদিন ধরে হরগজ নদীর উত্তর পাড়ে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করে আসছিল। স্থানীয়দের খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই ইউপি সদস্যকে জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশও দেওয়া হয়।