ইউরোপের বিরুদ্ধে পাল্টা বাণিজ্য হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ইউরোপ থেকে আমদানি করা গাড়ির ওপর কর আরোপের হুমকি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় আমদানি করা ইস্পাতে ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। বাণিজ্যে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি এ শুল্কারোপের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্কারোপের হুমকি দিয়েছে ইউরোপ। এসব পণ্যের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে উৎপাদিত মোটরসাইকেল হারলে ডেভিডসন, জিন্স পন্য লিভাইস ও কেনটাকি ব্র্যান্ডের মদ।

শনিবার টুইটে ট্রাম্প বলেছেন, ‘ইইউ যদি সেখানে ব্যবসা করা মার্কিন কোম্পানিগুলির ওপর ইতোমধ্যে আরোপিত বিপুল শুল্ক আরো বাড়াতে চায়, তাহলে আমরা যুক্তরাষ্ট্রে অবাধে চলে আসা তাদের গাড়ির ওপর করারোপ করব।’

তিনি লিখেছেন, ‘তারা সেখানে আমাদের গাড়ি বিক্রিকে অসম্ভব করে রেখেছে। বড় ধরনের বাণিজ্য বৈষম্য!’

ট্রাম্প আরো লিখেছেন, ‘আমাদের চাকরি ও সম্পদি অন্য দেশকে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তারা বছরের পর বছর আমাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। আমাদের নেতারা কেমন বোকা সেটা ভেবে তারা হাসে। আর না!’