ইছাপুরা তুরাগ নদীতে ডুবে তানি নামে এক শিক্ষার্থীর মৃত্যু

সুলতানা ইয়াসমিন মুন্নীঃ ইছাপুরা তুরাগ নদীতে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু । ইছাপুরা এলাকায় আজ বেলা আনুমানিক তিন ঘটিকায় সময় আব্দুল্লাহ আল তানি নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী মৃত্যু হয় । সূত্রে জানা যায়; তানি  তার বন্ধুদের সঙ্গে ট্রলার ভাড়া করে পিকনিকের উদ্দেশ্যে

ইছাপুরা যায় । কোন অজ্ঞাত কারণে তানি মারা গেছে,তানির পরিবারের লোকজন কোন সদ উত্তর দিতে পারে নাই,তানির নানা ক্রাইম পেট্রোল বিডি’কে জানান; আমার নাতি ডাক্তার কালামের ছেলে আমার মেয়ের জামাতাসহ পরিবারের কেউ সঠিক তথ্য জানতে পারেনি । তানি পিকনিকে

গিয়েছে এ বিষয়ে আমাদের জানায় নাই । আমাদের প্রতিনিধি জানতে চেয়েছিলেন, আপনার নাতি যে ওখানে মারা গিয়েছে আপনারা সেটা কিভাবে জানতে পারলেন ? তারা বলেন,কেউ হয়তবা আমাদের কে ফোন করে জানাইছে । আরও কিছু জানতে চাইলে তানির নানা কেদে দিয়ে নাতির মৃত্যুতে

ভারাক্রান্ত মন নিয়ে তিনি বেশি কিছু বলতে চাইলেন না । এই ব্যাপারে রূপগঞ্জ থানা, খিলক্ষেত থানা ও দক্ষিণথানয় যোগাযোগ করা হলে কেউ কিছু জানেন না বলে জানান ।