
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শংকরপাশা-কালনা খেয়াঘাট ও ফেরিঘাটের ইজারাকে কেন্দ্র করে চরম ভাবে উতপ্ত হয়ে উঠছে ঘাট ও আশে পাশের এলাকা। ঘাট দখলের নামে প্রতিদিনই চলছে মারধর, হামলা পাল্টা হামলা, ভাংচুরের ঘটনা।
এ বিষয়ে পুলিশ অভিযান চালিয়ে ৩ জন কে গ্রেফতার করলেও বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। অবশ্য পরিস্থিতি কঠোর নজরদারি রয়েছে বলে পুলিশ দাবী করছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শংকরপাশা খেয়া ও ফেরিঘাট এলাকায় স্থানীয়রা দীর্ঘ দিন যাবত দুইটি দলে বিভক্ত হয়ে ঘাটের ইজারা ও ভোগদখলসহ ব্যবসা বানিজ্য করে আসছিলো। একদলের নের্তৃত্ব আছে দেলোয়ার হোসেন ও আনজুরুল ইসলাম, অন্য দলের নের্তৃত্ব দিয়ে আসছিলো সেলিম শেখ।
ঘাটের ইজারার সিডিউল বিক্রি নিয়ে ফেরিঘাট এলাকায় চলছে চরম উত্তেজনা। ক্রমেই উত্যপ্ত হয়ে উঠছে ফেরিঘাট। ছড়িয়ে পড়ছে উত্তেজনা। এরই মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গেছে। হঠাৎ করে চড়ভাটপাড়া গ্রামের মিজানূর রহমান মনির ছেলে পলাশের নের্তৃত্বে তৃতীয় পক্ষের আর্বিভাব ঘটে। তার নের্তৃত্বে কয়েকজন যুবক দুই মাস যাবত ঘাটের সিরিয়ালের টাকা উত্তোলন শুরু করে। তার দলের যুবকরা ঘাট এলাকায় ঠিকাদার আনোয়ার হোসেনকে শারিরীক ভাবে লাঞ্ছিত করে। এ ছাড়া ওই এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিকে অপমান করে। এতে ওই এলাকার দুইটি দলই এক হয়ে রাতইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানূর রহমান মনির ( পলাশের বাবা) বাড়ি ও সোয়েবের বাড়ি ভাংচুর করে। এ নিয়ে থানায় একটি মামলা হলে পুলিশ আঞ্জুরুল ইসলাম আঞ্জু, সাবেক ভিপি আরাফর আজম মুকুল ও ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক বকুলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
এ সকল ঘটনা নিয়ে বর্তমানে ঘাট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ওই এলাকাবাসী জানিয়েছে।
কাশিয়ানি থানার ওসি আলীনুর হোসেন জানিয়েছেন যেহেতু ঘাট ইজারার নামে দখল এবং অর্থনৈতিক ব্যাপার থাকায় কোন পক্ষই এক চুল ছাড় দিচ্ছে না। তার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশি টহল বাড়ানোসহ কঠোর নজরদারিতে রাখা হয়েছে।