
রেজাউর রহমানঃ আজ সকাল আনুমানিক ৯ টার দিকে রিক্সা যোগে টঙ্গী থেকে আব্দুল্লাহপুর আসার সময় টঙ্গী ওভারব্রিজে কাছে আসলে তিনি রিক্সা ছেড়ে হেঁটে আসার জন্য নামলে একটি ইজিবাইক এসে তাকে সজোরে ধাক্কা মারে, সে মাঠিতে পড়ে যায়, তার বা’পায়ে আঘাত পায়, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, ঘাতক ইজিবাইকটি আটক করা যায়নি, প্রত্যক্ষদর্শীরা জানান; এখানে এই অবৈধ ইজিবাইকের কারণে প্রতিদিন দুই-একজন মানুষ আহত হয়ে থাকে, কারো হাত ভাঙ্গে কারো পা ভাঙ্গে, দেখার কেউ নেই; রাজু আহম্মেদ কে দেখতে ছুটে যান উত্তরার সাংবাদিকরা ।