উত্তরা ডিয়াবাড়িতে সেনাবাহিনীর অভিযান

ইট-বালু-পাথর চোরচক্রের ৩০ সদস্য গ্রেফতার, ৬ ট্রাক জব্দ

রাজধানীর উত্তরা এলাকায় সরকারি কাজে ব্যবহৃত ইট-বালু-পাথর চুরির সাথে জড়িত চোরচক্রের ৩০ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গত (রবিবার) উত্তরা ডিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে করিম চক্র ও রফিক চক্রের ৩০ সদস্যকে গ্রেফতারের পাশাপাশি অবৈধভাবে ইট বিক্রির সময় হাতেনাতে ইটবোঝাই ৬টি ট্রাক জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশেই সারি সারি ইট-বালুর স্তূপ সাজিয়ে রাখা থাকত। দেখতে নির্মাণসামগ্রীর মজুত মনে হলেও রাত নামলেই শুরু হতো চুরির কারবার। সড়কে চলাচলরত ইটবোঝাই ট্রাক থামিয়ে প্রতি ট্রাক থেকে ৩শ থেকে ৫শ ইট নামিয়ে নেওয়া হতো। পরে রাতের আঁধারে এসব ইট সরকারি খাস জমিতে মজুত করে বিক্রি করত চক্রের সদস্যরা।

গ্রেফতারকৃতদের উত্তরা পশ্চিম ও তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।