ইতালিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

ইতালিতে ভূমিকম্পে এ পর্যন্ত দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

মঙ্গলবার শেষ রাতে কেপে ওঠে ইতালির দক্ষিণের শহর পেরুজিয়া। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৬ দশমিক ২।

 

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্প পেরুজিয়ার ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

 

রিমিনি, রোম ও পেসকারাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় দৈনিক লা রিপাবলিকা জানিয়েছে, রোমে ভূমিকম্প ২০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

 

রিয়েটি প্রদেশের আলপাইন জরুরি সেবার কর্মকর্তা আলেসান্দ্রো ভূমিকম্পের পরপর জানিয়েছেন, প্রদেশের আমাতরাইস এলাকায় একটি ভবন ধসে পড়েছে বলে তারা খবর পেয়েছেন। ধ্বংসস্তুপের নীচে অনেকে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

তিনি আরো জানান, পুরো মধ্য ইতালি এবং এমনকি অাড্রিয়াটিক সাগরেও ভূকম্পন অনুভূত হয়েছে।